গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে।
শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ব্যাপারী বাড়ি এলাকায় শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ। শ্রীপুরের ব্যাপারী বাড়ি এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত সে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক এসব নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শ্রীপুর-মাওনা সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা মোহাম্মদকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহাম্মদের।
এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এসআই নাজমুল বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানচালক ও তার সহকারীকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।’