বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজন হাসপাতালে ভর্তি।
সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে সংঘর্ষ হয়।
নিহতের নাম জাহেদুর রহমান। ৪০ বছরের জাহেদুর সিএনজি অটোরিকশার চালক।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, খাস জমিতে খড়ের পালা তোলা নিয়ে বেশ কিছুদিন ধরে জাহেদুরের সঙ্গে একই গ্রামের সজিব হাসানের বিরোধ চলছিল। বিবদমান দুই পক্ষের বসতবাড়ির পাশে হওয়ায় জমিটি ভোগদখল করতে চাইছিলেন দুইজনই।
বিরোধ নিরসনে শুক্রবার সার্ভেয়ার ডাকা হয়। মাপজোকের সময় ফের বাগ্বিতণ্ডায় জড়ায় দুই পরিবার। এ সময় জাহেদুরকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন সজিব।
এর পরপরই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত চারজনকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহেদুর।
ওসি সেলিম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত সজিবকে ধরতে অভিযান চলছে।’