রাজধানীর ডেমরায় একটি বহুতল ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জাকির হোসেন নামের এক শ্রমিক। ৩৫ বছর বয়সী জাকির রংমিস্ত্রি হিসেবে সেখানে কাজ করছিলেন।
ডেমরা সাইন বোর্ড এলাকার মহিলা মাদ্রাসার পেছনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা ডেমরা মহিলা মাদ্রাসার পেছনে একটি ১০ তলা ভবনে কাজ করছিলাম। বৃহস্পতিবার দ্বিতীয় তলায় রঙের কাজ চলছিল। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির।’
সহকর্মীরা জানান, অচেতন অবস্থায় জাকিরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকিরের গ্রামের বাড়ি নোয়াখালী। ঢাকায় ডেমরা এলাকার একটি মেসে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর হবে।