বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ২১:২৪

মিরাজ হোসেন বলেন, ‘আমি স্ত্রী ও বাচ্চাসহ বাসা থেকে অটোরিকশায় করে মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হই। মার্কেটে যাওয়ার সময় মীরের বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাস আমাদের অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়।’

গাজীপুর সদর থানার মীরের বাজারে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তাহমিনা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মিরাজ হোসেন ও মেয়ে মেহেরিমা।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এসময় তাহমিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্বামী মিরাজ হোসেন বলেন, ‘আমি স্ত্রী ও বাচ্চাসহ বাসা থেকে অটোরিকশায় করে মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হই। মার্কেটে যাওয়ার সময় মীরের বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাস আমাদের অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে আমরা তিনজনই আহত হই। পরে স্বজনরা খবর পেয়ে আমাদের হাসপাতালে নিয়ে আসে।’

তিনি বলেন, ‘আমাদের বাড়ি গাজীপুর সদর থানার হায়দরাবাদ এলাকায়। তবে কোন বাস আমাদের ধাক্কা দিয়েছিল, সে বিষয়ে কিছু জানি না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বাকী দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর