মাদারীপুরের রাজৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
উপজেলার থানার মোড় এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের সরোয়ার ব্যাপারীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর-শ্রীনদী সড়কের থানার মোড় এলাকায় পথচারী পারভীন বেগমকে একটি ইজিবাইক চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক জানান, ইজিবাইকের চাপায় এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছেন। ওই গৃহবধূর পরিবার থেকে তাদের কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি। মৃতদেহ পরে পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জেনেছেন।