সাম্প্রদায়িক শক্তির বিচার একমাত্র আওয়ামী লীগই করেছে দাবি করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক শক্তিকে লালন করেছে।
মেহেরপুর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাছিম বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে লালন করেছে বিএনপি-জামায়াত, স্বৈরাচারী এরশাদ ও খুনি জিয়া। যদি কেউ অন্য ধর্মাবলম্বীদের ওপর আঘাত করে, সম্পদ বিনষ্ট করে ও বিদেশে বসে সাম্প্রদায়িক শক্তির পক্ষে পোস্ট দিয়ে তথ্য সন্ত্রাস করে, তাকে দ্রুতই বিচারের আওতায় আনা হবে।’
নাছিম বলেন, ‘যারা নির্বাচনে অংশ নেয় না, তারা নৈরাজ্যবাদী, স্বৈরাচারী, গণতন্ত্রের শত্রু। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হলে অবশ্যই নির্বাচনে আসতে হবে। নির্বাচনে জনরায়কে উপেক্ষা করে যারা জ্বালাও-পোড়াও আন্দোলন করবে, তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।