পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কেবল নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ, অর্থাৎ শেয়ার প্রতি ৬ টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার স্কয়ারের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়। আগের বছর কোম্পানিটি ৪ টাকা ৭০ পয়সা নগদের পাশাপাশি ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।
করোনার বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় করেছে ১৭ টাকা ৯৯ পয়সা। আগের বছর এই আয় ছিল ১৫ টাকা ০৭ পয়সা। বেড়েছে ২ টাকা ৯২ পয়সা। বেড়েছে ১৯.৩৭ শতাংশ।
আয়ের পাশাপাশি কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। ২০২০ সালের ৩০ জুন শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৯১ টাকা ৫৭ পয়সা। সেটি বেড়ে এবার হয়েছে ১০২ টাকা ৫৪ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর। অর্থাৎ, সেদিন যাদের হাতে শেয়ার থাকবে, তারাই পাবেন এই লভ্যাংশ।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
বোনাস ধীরে ধীরে কমিয়ে শূন্য
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটি প্রতি বছরই নগদের পাশাপাশি বোনাস শেয়ার দিয়ে আসছিল। এর মধ্যে ২০০৪ সাল থেকে বোনাস শেয়ারের পরিমাণ কত, সে তথ্য দেয়া আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
তবে পরিশোধিত মূলধন বেড়ে যাওয়ার পর গত ছয় বছর ধরে বোনাস শেয়ারের পরিমাণ কমে আসছিল।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতি বছর ৩০ থেকে ৪০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার পরও কোম্পানি তার শেয়ারদর ধরে রাখার কারণে বিনিয়োগকারীরা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এ কারণে ২০১০ সালের মহাধসের পরও এই কোম্পানিটির শেয়ারধারীদের লোকসান হয়নি।
তবে ২০১৪ সাল থেকে কোম্পানিটি বোনাস শেয়ার কম দিতে শুরু করে। ওই বছর ১৫ শতাংশ, পরের বছর সাড়ে ১২ শতাংশ এবং ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার দেয় কোম্পানিটি।
এর পর দুই বছর সাড়ে সাত শতাংশ করে, ২০১৯ সালে ৭ শতাংশ এবং ২০২০ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার দেয় স্কয়ার ফার্মা।
বোনাস শেয়ার কম দেয়ার প্রবণতা শুরু হওয়ার পর স্কয়ারের শেয়ারদরে আর আগের উত্থানের প্রবণতা দেখা যায়নি। গত এক বছর পুঁজিবাজারে উত্থানের মধ্যেও মৌলভিত্তির এই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে খুবই কম।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ছিল ১৮৩ টাকা। সর্বোচ্চ দর ছিল ২৫১ টাকা ৯০ পয়সা। তবে লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ২৩৩ টাকা ৮০ পয়সা।