বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যালয় খোলা-বন্ধ প্রধান শিক্ষকের ‘ইচ্ছায়’

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ১৭:২৩

আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী চন্দ্র বর্মণ বলেন, ‘এটা সরকারি কোনো নির্দেশনা না, আমি এমনিতে বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ রেখেছি। আগের দিন সরকারি ছুটি ছিল, আজ বৃহস্পতিবার, শুক্রবার এমনি বন্ধ থাকবে। এ জন্য বৃহস্পতিবার আমি বিদ্যালয় বন্ধ রেখেছি।’

ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় খোলা ও বন্ধ প্রধান শিক্ষকের ইচ্ছায় হয় বলে অভিযোগ করেছেন অভিভাবক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার কোনো কারণ ছাড়া প্রধান শিক্ষক লক্ষ্মী চন্দ্র বর্মণ বিদ্যালয়ের ছুটি ঘোষণা করেন। সকাল থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক কেউ যাননি।

আকচা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র পরিমল চন্দ্র নিউজবাংলাকে বলে, ‘আজ আমাদের স্কুল খোলা থাকার কথা, কিন্তু প্রধান স্যার ছুটি দিয়েছেন। কারণ জানতে চাইলে স্যার বলেন, কোনো কারণ নাই, এমনি তোমরা বৃহস্পতিবার বিদ্যালয়ে আসবা না।’

সপ্তম শ্রেণির জহিরুল বলে, ‘পূজা ও ঈদে মিলাদুন্নবীর ছুটিসহ বেশ কিছু দিন ধরে আমাদের স্কুল বন্ধ ছিল। পড়াশোনা পিছায়ে পড়ছি। প্রধান শিক্ষক স্যার আমাদেরকে আজ ছুটি দিয়ে একেবারে ২৩ অক্টোবর আসতে বলেছেন। আজ সব স্কুল খোলা, শুধু আমাদেরটাই বন্ধ।’

আলতাফ নামের এক অভিভাবক বলেন, ‘স্কুলটি আমার বাড়ির পাশে। ছেলে স্কুলে না যাওয়ায় খোঁজ নিয়ে জানলাম, স্কুল বন্ধ। কেন বন্ধ তা জানতে পারিনি। ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আসেননি।’

গীতা রাণী নামের আরেক অভিভাবক বলেন, ‘করোনার কারণে ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে গেছে। অনেকের বিয়ে হয়ে গেছে। এই সময় কারণ ছাড়া স্কুল বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে।’

আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী চন্দ্র বর্মণ বলেন, ‘এটা সরকারি কোনো নির্দেশনা না, আমি এমনিতে বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ রেখেছি। আগের দিন সরকারি ছুটি ছিল, আজ বৃহস্পতিবার, শুক্রবার এমনি বন্ধ থাকবে। এ জন্য বৃহস্পতিবার আমি বিদ্যালয় বন্ধ রেখেছি।’

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা নিউজবাংলাকে বলেন, ‘জেলার সব বিদ্যালয় আজ খোলা। ওই বিদ্যালয় কেন বন্ধ তা আমি জানি না। বন্ধ থাকলে কেন বন্ধ রাখা হলো, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর