বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ১৬:৪২

মাসুমার বাবা মারুফ মিয়া বলেন, ‘সকালে বাড়ির পাশে নদীতে রাখা স্টিলের নৌকায় মাসুমা ও নাসিমা খেলাত আছিল। পরে অনেক সময় গেছেগি আমরার মেয়ে দুইটার সাড়া শব্দ না পাইয়া খোঁজাখুঁজি শুরু করছি নৌকাত না পাইয়া নদীর সবে মিলিয়া খুঁজিয়া তারার লাশ পাইছি।’

সুনামগঞ্জেরর শান্তিগঞ্জে নদীতে ডুবে আপন দুই চাচাতো বোনের মৃত্যুর হয়েছে।

উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল শ্যামনগর মাঝ হাঠির মারুফের সাত বছরের মেয়ে মাসুমা ও মাসুমের এত বছরের মেয়ে নাসিমা আক্তার।

মাসুমার বাবা মারুফ মিয়া বলেন, ‘সকালে বাড়ির পাশে নদীতে রাখা স্টিলের নৌকায় মাসুমা ও নাসিমা খেলাত আছিল। পরে অনেক সময় গেছেগি আমরার মেয়ে দুইটার সাড়া শব্দ না পাইয়া খোঁজাখুঁজি শুরু করছি নৌকাত না পাইয়া নদীর সবে মিলিয়া খুঁজিয়া তারার লাশ পাইছি।’

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, পরিবারের অসাবধানতায় এমন দুর্ঘটনা হয়েছে। সুরতাহাল শেষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর