বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবিতেও শুরু হলো সশরীরে ক্লাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ অক্টোবর, ২০২১ ১৬:৩৫

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন শেখ আদনান ফাহাদ নিউজবাংলাকে বলেন, ‘দীর্ঘ সময় শিক্ষার্থীদের ক্লাসরুমে পাইনি। ক্লাসের যে আনন্দ-উল্লাস আমরা এতদিন মিস করছিলাম তা আবারও ফিরে পেলাম।’

চলতি মাসে হল খুলে দেয়ায় শিক্ষার্থীরা ফেরা শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। সেই ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সশরীরে পাঠদান।

বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর হলগুলো খুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ফটকে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকেই ক্লাস করতে ক্যাম্পাসে আসা শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা প্রবেশ করেন ক্যাম্পাসে। দীর্ঘদিন পর সরাসরি ক্লাসে অংশ নিয়ে উচ্ছ্বসিত তারা।

অ্যাকাডেমিক ভবনগুলোতে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা ছিল। পরে লাল গোলাপ আর চকলেট দিয়ে তাদের স্বাগত জানান নিজ নিজ বিভাগের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘করোনা মহামারির মধ্যেও দীর্ঘদিন পর বন্ধুরা একত্র হয়েছি, একসঙ্গে ক্লাস করছি। ঈদের মতো আনন্দ অনুভব করছি।

‘দীর্ঘদিন পর সিনিয়র-জুনিয়র, বন্ধুবান্ধব ও শিক্ষকদের সান্নিধ্যে পেয়ে ভালো লাগছে। আশা করি সম্পর্কের এই দারুণ মাত্রা এভাবেই চলমান থাকবে আগামীর দিনগুলোতেও।’

দীর্ঘদিন পর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত সহপাঠীরা

এতদিন পর শিক্ষার্থীদের সামনাসামনি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষকরাও।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন শেখ আদনান ফাহাদ নিউজবাংলাকে বলেন, ‘দীর্ঘ সময় শিক্ষার্থীদের ক্লাসরুমে পাইনি। ক্লাসের যে আনন্দ-উল্লাস আমরা এতদিন মিস করছিলাম তা আবারও ফিরে পেলাম।’

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছি। বিভাগের সামনে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোঁয়ার জন্য বেসিনের ব্যবস্থা করা হয়েছে। এক ডোজ করোনা টিকা নেয়ার কার্ড দেখানোর ভিত্তিতেই শিক্ষার্থীদের ক্লাসরুমে আনা হয়েছে।’

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে যেমন উল্লাস আছে, তাদের দেখে আমাদের মধ্যেও এক ধরনের আনন্দ তৈরি হয়েছে। তাদের সরাসরি দেখতে পারাটাই ভালো লাগার বিষয়। শিক্ষার্থী ছাড়া শিক্ষক হচ্ছে নির্জীব মানুষের মতো। শিক্ষার্থীদের কারণেই আমাদের ভেতরের অভিব্যক্তি প্রকাশের রাস্তা প্রশস্ত হয়েছে।’

ক্লাস শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি), ক্যাফেটরিয়া, মুরাদ চত্বর, মুন্নী চত্বর, শহীদ মিনার, পরিবহন চত্বরসহ বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে ওঠেন আগের মতোই।

গত বছরের ১৮ মার্চ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে বৃহস্পতিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে সশরীরে ক্লাস।

এ বিভাগের আরো খবর