দেশের সব মিটারগেজ লাইন ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জামালপুর রেলস্টেশনে প্ল্যাটফর্ম উঁচুকরণ, শেড নির্মাণ ও স্টেশন ভবনের উন্নয়নকাজ উদ্বোধনের পর এসব কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ভারত-মিয়ানমারের রেলব্যবস্থা এককেন্দ্রিক। এসব দেশের সব লাইন ব্রডগেজে রূপান্তর হয়ে গেছে। তাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশকে আন্তর্জাতিক রেলে যুক্ত করার জন্য রেলব্যবস্থাকে এককেন্দ্রিক করার পরিকল্পনা করা হয়েছে। দেশের সব মিটারগেজ লাইন ব্রডগেজে রূপান্তর করা হবে।
রেলমন্ত্রী বলেন, জয়দেবপুর থেকে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জ পর্যন্ত ডাবল লাইন চালু করা হবে। এতে যাত্রী খুব দ্রুত ঢাকায় যাতায়াত করতে পারবে।
মন্ত্রী বলেন, জামালপুর স্টেশনে শিশুদের দুধ খাওয়াতে মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।রেলমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা দেশে অরাজকতা তৈরির জন্য ২০১৩ ও ১৪ সালে হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছিল। এই চক্রটি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে।
স্বাধীনতাবিরোধীদের রুখতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।