কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়িসংলগ্ন কালীগঙ্গা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৩৪ বছর বয়সী তারিফের বাড়ি শহরের মিলপাড়া এলাকায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, লালনের তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে ভিড় জমান বাউল-সাধুরা। ১৯ অক্টোবর রাতে কালীগঙ্গা নদীসংলগ্ন মাঠে বাউল-সাধকদের আসর চলাকালে সেখানে চাঁদা নিতে যান তারিফ।
এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বাউল-সাধুরা তাকে ধাওয়া করেন। তখন গায়ের গেঞ্জি খুলে নদীতে ঝাঁপ দেন তারিফ। পরে বাউলরা তারিফের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের গেঞ্জি দেখিয়ে ঘটনা জানিয়ে আসেন।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।