মুন্সিগঞ্জ সদরের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলে ও এলাকাবাসীর হামলায় নৌপুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
নদীর চরঝাপটা এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জোনের নৌপুলিশের এসপি মিনা মাহমুদ।
এদিকে হামলার সময় পুলিশ পাল্টা গুলি চালালে স্থানীয় দুই নারীসহ বেশ কয়েকজন আহত হন বলে জানান স্থানীয় আধারা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মন্টু।
আহত পুলিশ সদস্যরা হলেন গজারিয়া নৌপুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম, এসআই শাহ আলম, এএসআই ফয়সাল, কনস্টেবল ফয়সাল কবির, কনস্টেবল নজরুল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল ফয়সাল কবিরকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর ৪ জনকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আহত নারীরা কোথায় আছেন তা কেউ বলতে পারেনি।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অংশ নেয় গজারিয়া ও চর আব্দুল্লাহ নৌপুলিশ ফাঁড়ি। মাছ নিধনকারী জেলেদের ধরতে ধাওয়া করে নদীতীরে যান পুলিশ সদস্যরা।
তীরে পৌঁছালে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান জেলে ও এলাকাবাসী। এ সময় প্রতিরক্ষায় পুলিশ পাল্টা ৪০ রাউন্ড গুলি করে। এতে দুই নারীসহ বেশ কয়েকজন আহত হন।
পুলিশের গুলি শেষ হয়ে এলে আবারও হামলা করে গ্রামবাসী। এতে আহত হয় গজারিয়া নৌপুলিশের ইনচার্জসহ পাঁচ সদস্য। পরে নৌপুলিশের অন্যান্য ফোর্স গিয়ে আহতদের উদ্ধার করে।
নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘আমাদের অভিযান প্রতিদিনই চলছে। এর আগেও জেলেরা পুলিশের ওপর কয়েকবার হামলা চালিয়েছিলেন। আজকের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান চলছে।’
মুন্সিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সোহাগ জানান, আহত অবস্থায় পাঁচ পুলিশকে হাসপাতালে আনা হলে চারজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।