ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
খড়মপুর মাজার এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম লাভলী আক্তার। ৪০ বছরের লাভলীর বাড়ি দুর্গাপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।
তিনি জানান, ট্রেনে আত্মীয়দের তুলে দিতে পরিবারের লোকজনের সঙ্গে বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসেছিলেন লাভলী। তাদের ট্রেনে তুলে দিয়ে পরিবারের লোকজন নিয়ে খড়মপুর মাজারের পেছনে স্টেশন এলাকায় ঘুরছিলেন।
এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয় লাভলীকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।