বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাগাড় বিক্রি হলো ২৯ হাজার টাকায়

  •    
  • ২০ অক্টোবর, ২০২১ ১৯:০৪

মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, মাছ দুটি যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়ে। পরে তিনি তা কিনে বিক্রির জন্য সিংড়ায় নিয়ে যান। বড় মাছ ২০ কেজি ও ছোটটি ১১ কেজি ওজনের।

নাটোরের সিংড়ায় দুইটি বাগাড় মাছ কেজি দরে প্রায় ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

উপজেলা চত্বরে বুধবার সকালে মাছ দুটি বিক্রি করেন বগুড়ার ধুনটের মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন।

ইসমাইল জানান, মাছ দুটি যমুনায় এক জেলের জালে ধরা পড়ে। পরে তিনি তা কিনে বিক্রির জন্য সিংড়ায় নিয়ে যান। বড় মাছটির ওজন ছিল ২০ কেজি ও ছোটটি ১১ কেজি।

ছোট মাছটি ৮০০ টাকা কেজি দরে কিনে নেন শহরবাড়ি গ্রামের আব্দুস সোবাহানসহ বেশ কয়েকজন।

সোবাহান হোসেন বলেন, ‘একা তো এত বড় মাছ কেনা সম্ভব না। তাই কয়েকজন মিলে প্রতি কেজি ৮০০ টাকা কেজি দরে মাছ কিনেছি।’

অপরদিকে, বড় মাছটিও এক হাজার টাকা কেজি দরে কয়েকজন মিলে কিনে নেয়।

ইসমাইল হোসেন বলেন, ‘প্রায় ৫৫ বছর ধরে মাছের ব্যবসা করেছি। বাগাড়সহ বড় বড় মাছ সিংড়ায় নিয়ে আসি। মাছ দুটি বিক্রি হওয়ায় আমি খুব খুশি।’

এ বিভাগের আরো খবর