বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংঘর্ষে নিহত ২, আটকের প্রতিবাদে ছেলের বিষপান

  •    
  • ২০ অক্টোবর, ২০২১ ১৮:২৭

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে বাড়ির সীমানায় পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই। সংঘর্ষে ছুরিকাহত হয়ে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।’

চট্টগ্রামের বাঁশখালীতে বসতবাড়ির সীমানায় পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে দুই পরিবারের সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক একজনকে নির্দোষ দাবি করে থানা ফটকে ‘বিষ খেয়েছেন’ তার ছেলে।

বুধবার বেলা ২টার দিকে বাঁশখালী পৌরসভার জলদি এলাকায় মুনছুরিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ৩৪ বছর বয়সের আব্দুল খালেক ও সোলতান মাহমুদ টিপু। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

সংঘর্ষে আহত ৩ জন হলেন খালেকের ভাই কামাল উদ্দিন, চাচাতো ভাই মঞ্জুর আলম এবং মো. বাহাদুর।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে বাড়ির সীমানায় পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছুরিকাহত হয়ে আব্দুল খালেকের মৃত্যু হয়। এ সময় দুই পক্ষের ৫ থেকে ৬ জন আহত হন। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। তবে তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না।

‘আটক দুজনের মধ্যে একজনকে নির্দোষ দাবি করে থানা ফটকে বিষপান করেছেন তার ছেলে রাসেল ইকবাল। রাসেল দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক।’

পরিদর্শক আজিজুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়েছি আমরা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সঞ্জয় কুমার নাথ নিউজবাংলাকে বলেন, ‘একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তা ছাড়া একই ঘটনার জেরে বিকেল ৪টার দিকে বিষপান করা রাসেলকে নিয়ে আসা হয়েছিল। তার বাবার নাম মাহমুদ সিদ্দিক। তাকেও চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।’

জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে মৃত্যু হয় সোলতান মাহমুদ টিপুর।

এ বিভাগের আরো খবর