প্রথম কোনো ট্রান্সজেন্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগে চার তারকাবিশিষ্ট অ্যাডমিরাল হলেন চিকিৎসক রেচেল লেভিন।
স্থানীয় সময় চার তারকাবিশিষ্ট অফিসার হিসেবে শপথ নেন বাইডেন প্রশাসনের এই সহকারী স্বাস্থ্যমন্ত্রী।
বিবিসি লিখেছে, ৬৩ বছর বয়সী লেভিন এখন থেকে যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিসের কমিশন্ড অফিসারদের একজন অ্যাডমিরাল।
এর আগে প্রেসিডেন্ট বাইডেন লেভিনকে সহকারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কোনো উচ্চ পদে প্রথম কোনো ট্রান্সজেন্ডার হিসেবে জায়গা করে নেন তিনি।
চার তারকাবিশিষ্ট অ্যাডমিরাল হিসেবে শপথ নেয়ার পর লেভিন মুহূর্তটিকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন।
এলজিবিটিকিউ (লেসবিয়ান-গে-বাইসেক্সুয়াল-ট্রান্সজেন্ডার-কুয়েশনিং) সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আজকের এই নিয়োগ হয়তো প্রথম, আগামী দিনে আরও আসার বাকি। কেননা, আমরা বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক একটা ভবিষ্যৎ গড়ছি।’
হার্ভার্ড কলেজ ও তুলানে ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিন থেকে স্নাতক সম্পন্ন করা লেভিন একসময় শিশু বিশেষজ্ঞ হিসেবেও কাজ করতেন।
যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিসে কমিশন্ড পোশাকধারী অফিসার প্রায় ৬ হাজার। তারা করোনাভাইরাসের মতো মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
লেভিনের চার তারকাবিশিষ্ট অ্যাডমিরাল হিসেবে পদোন্নতিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী জাভিয়ের বেসেরা। তার মতে, সাম্য জাতি গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
চিকিৎসক লেভিন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিজিশিয়ান জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন অঙ্গরাজ্যটির স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী। কাজ করেছেন আফিমে আসক্তদের নিয়েও।
চার তারকাবিশিষ্ট অ্যাডমিরালে পদোন্নতি পেতে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে লেভিনকে। গত মার্চে এ বিষয়ক নির্বাচন পর্বে সিনেটে ৫২ ভোটের মধ্যে ৪৮টিই পান তিনি।