ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ‘বাংলাদেশ হিন্দু কাউন্সিল’ নামের একটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
ওই টুইটার অ্যাকাউন্ট থেকে দুর্গাপূজার সময় বিভিন্ন ধরনের ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগ পায় টুইটার।
নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের মুখপাত্র দাবি করা বাংলাদেশ হিন্দু কাউন্সিলের টুইটার অ্যাকাউন্ট চালু করা হয় চলতি বছর জানুয়ারিতে।
টুইটার অ্যাকাউন্টের পাশাপাশি আর কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ হিন্দু কাউন্সিলের অস্তিত্ব পাওয়া যায়নি।
ওই অ্যাকাউন্ট থেকে গত কিছু দিন ধরে ক্রমাগত বিভিন্ন মন্দিরে হামলা চালানোর ছবি ও তথ্য শেয়ার করা হচ্ছিল।
সংগঠনটির টুইটারে চলতি বছরে সব মিলিয়ে ৩৮৬টি টুইট করা হয়েছে।
অ্যাকাউন্টটির ফেরিফায়েড টুইটারে ২৭ হাজার ফলোয়ার ছিল।
বাংলাদেশে হিন্দু ও অন্য সংঘ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কাজ করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
কুমিল্লায় দুর্গাপূজার সময় এক মণ্ডপে কোরআন রাখার অভিযোগে হামলা চালিয়ে মণ্ডপ ও প্রতিমা ভাঙচুর করা হয়। এরপর দেশের বেশ কয়েকটি এলাকায় সংখ্যালঘু হিন্দুদের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনাতে বাংলাদেশ হিন্দু কাউন্সিল অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ও ছবি ছড়ানোর অভিযোগ পায় টুইটার।