গোপালগঞ্জ সদরে পিকআপ ভ্যান ও নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে মঙ্গলবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের মঙ্গল বিশ্বাস ও লিমন সরদার।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, টেকেরহাট এলাকা থেকে মাছ ধরে নছিমনে করে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন মঙ্গল বিশ্বাস ও লিমন সরদার। পথে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে হাইওয়েতে ওঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত লিমন সরদারকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা আছে বলেও জানান ওসি।