ভোলার চরফ্যাশনে হঠাৎ ঝড়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনা নদীর চরপাতিলা থেকে মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ স্বপনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ তার মা বিলকিস বেগম।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মঙ্গলবার দুপুরে লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৭ অক্টোবর বিকেলে ভোলার চরপাতিলা এলাকায় যাত্রী ও মালবাহী একটি ইঞ্জনিচালতি কাঠের ট্রলার ঝড়ের কবলে পড়ে ৯ যাত্রীসহ ডুবে যায়। পরর্বতী সময়ে ট্রলারে থাকা ছয়জনকে জীবতি ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ওই দুর্ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করে কোস্ট গার্ড। এ ছাড়া নিখোঁজ আরেকজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।