বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আত্মরক্ষায় সুশীলনের কারাতে প্রশিক্ষণ

  •    
  • ১৯ অক্টোবর, ২০২১ ১৮:৫৭

‘সুশীলন’-এর উপজেলা সমন্বয়ক মো. সুরুজ মিয়া জানান, নারী নির্যাতন বন্ধে সরকার কাজ করছে। কিন্তু নারীরা যেন নিজেই তার প্রয়োজনীয় মুহূর্তে আত্মরক্ষা করতে পারে, তাই তাদের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে’ প্রতিপাদ্য সামনে রেখে আত্মরক্ষার কৌশল হিসেবে‌ ভোলার তজুমদ্দিন উপজেলার কিশোরীরা নিচ্ছে কারাতে প্রশিক্ষণ।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ও প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে এই কারাতে প্রশিক্ষণ বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’।

উপজেলা পরিষদের নতুন অডিটরিয়ামে মঙ্গলবার দেখা যায় কারাতে প্রশিক্ষণের চিত্র। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কিশোরী অংশগ্রহণ করছে।

আয়োজক কমিটি নিউজবাংলাকে জানায়, বখাটে ও উত্ত্যক্তকারীদের লাগামহীন বখাটেপনায় শহর-গ্রামসহ সব জায়গায়ই বিভিন্ন বয়সী তরুণী, কিশোরী ও নারীদের ঘর থেকে বের হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ভোগান্তির শিকার হতে হচ্ছে মেয়েশিক্ষার্থী ও কর্মজীবী নারীদের। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনের পর দিন বখাটেদের বেহায়াপনা সহ্য করে যাচ্ছে অনেকে। কেউ আবার অপমানে আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হয়েছে।

কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কলেজশিক্ষার্থী নাদিয়া আক্তার বলে, ‘আমি সুশীলন থেকে কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। নিজের সুরক্ষার কথা চিন্তা করেই এখানে আসা। এখানে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মনে করছি। এখন আর আমার একা চলতে ভয় হবে না।’

স্কুলশিক্ষার্থী তৃষা নামের এক প্রশিক্ষণার্থী বলে, ‘আমার নিজের আত্মরক্ষার জন্য এই কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। এখানে এসে সবার সঙ্গে মিশে নিজের মনে অনেক সাহস জুগিয়েছি। একই রকম আমরা নিজেদের বাল্যবিবাহ সাহস করে নিজেরাই বন্ধ করতে সক্ষম হব।’

কারাতে প্রশিক্ষক মো. নাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রথমত কিক-পান্স-ব্লোক এগুলোই শেখাচ্ছি। যাতে কেউ আঘাত করলে আমরা সেখান থেকে সহজেই বের হয়ে আসতে পারি। কৌশল অবলম্বন করে নিজেকে রক্ষা করাটাই এর উদ্দেশ্য। তা ছাড়া দেশের প্রতিটি স্থানে নারীর জন্য নিরাপদ পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্রে প্রায়ই লাঞ্ছনার শিকার হতে হচ্ছে নারীদের। এমন পরিস্থিতি মোকাবিলায় মেয়েদের আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতে প্রশিক্ষণ নেয়া উচিত বলে মনে করি।’

সুশীলন-এর উপজেলা সমন্বয়ক মো. সুরুজ মিয়া জানান, নারী নির্যাতন বন্ধে সরকার কাজ করছে। কিন্তু নারীরা যেন নিজেই তার প্রয়োজনীয় মুহূর্তে আত্মরক্ষা করতে পারে, তাই তাদের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম জানান, দেশের প্রান্তিক গ্রামাঞ্চলের নারী, কিশোরী ও তরুণীদের জন্য এই কারাতে প্রশিক্ষণ, এটা সৌভাগ্যের বিষয়। সাধারণত শহরের তুলনায় গ্রামাঞ্চলের নারীরা বেশি নির্যাতনের শিকার হয়। তাই নারীদের নিজের আত্মরক্ষায় এই কারাতে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। এই কারাতের বিভিন্ন কৌশল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো খবর