বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ অক্টোবর, ২০২১ ১৭:৫৭

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম শিহাব বলেন, ‘করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম আর ক্লাসে ফিরতে পারব কিনা। তবে দীর্ঘ ১৯ মাস পর সব সংশয় দূর করে আমরা আবারও ক্লাসে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে।’

দীর্ঘ দেড় বছর পর মঙ্গলবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সশরীরে পাঠদান। তবে বিভিন্ন বিভাগে পরীক্ষা চলমান থাকায় সব বিভাগ একযোগে পাঠদান শুরু করতে পারেনি।

করোনার জন্য নিউ নর্মাল ‘অনলাইন ক্লাসে’ নিজেদের মানিয়ে নেয়ার পর আবার শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা।

সকাল ৮টা ও ৯টার শাটল ট্রেনে করে আসা শুরু করে শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হতে শুরু করে ক্যাম্পাস।

এর আগে সোমবার এক ডোজ করোনার টিকা নেয়ার শর্তে আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হয়।

এতদিন পর শাটল, হল ও সশরীরে পাঠদানে ফিরে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থীরা।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. রায়হান উদ্দীন রাজু নিউজবাংলাকে বলেন, ‘প্রথম বর্ষে কয়েকমাস ক্লাস করার পরই ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। এরপর আর সশরীরে ক্লাসে ফিরতে পারিনি। দীর্ঘ দেড় বছর অনলাইন ক্লাসের প্রাণহীনতা থেকে বেরিয়ে বন্ধুদের নিয়ে শিক্ষকদের সামনে বসে ক্লাস করে ভালো লাগছে।’

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম শিহাব বলেন, ‘করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম আর ক্লাসে ফিরতে পারব কিনা। তবে দীর্ঘ ১৯ মাস পর সব সংশয় দূর করে আমরা আবারও ক্লাসে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে।’

একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘সশরীরে ক্লাসে নিতে আমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ ১৯ মাস পর ক্লাসে ফিরতে পেরেছি। শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিল।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায় বাংলা, ফাইন্যান্স, যোগাযোগ ও সাংবাদিকতা, বন ও পরিবেশবিদ্যাসহ বেশকিছু বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়েছে আজ। তবে চলতি মাসের বাকি দিনগুলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, ভর্তি পরীক্ষার কারণে বন্ধ থাকায় পুরোদমে ক্লাস শুরু হবে আগামী মাসে।

এ বিভাগের আরো খবর