রংপুরের পীরগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দুপাড়া পরিদর্শনে গিয়েছেন ওই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামের উত্তরপাড়ায় মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌঁছান স্পিকার। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি।
স্পিকার বলেন, ‘এ ঘটনায় যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে।’
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পাশে আছে জানিয়ে ক্ষতিগ্রস্তদের স্পিকার বলেন, ক্ষতিপূরণ দেয়া হবে, নেয়া হবে পুনর্বাসনের উদ্যোগও।
এ সময় বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব সরকার, জেলা ও নগর আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঙ্গলবার জানান, দুই মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।