স্বাধীনতাবিরোধীরাই সারা দেশে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মঙ্গলবার জবি শিক্ষক সমিতি (জবিশিস) আয়োজিত সাম্প্রদায়িকতাবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা কখনোই এ দেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরোধিতা করে এসেছে, নানান সময়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে, তারাই সারা দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে।’
উপাচার্য আরও বলেন, ‘দেশে এমন কোনো ঘটনা ঘটলেই এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয়। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যারা এ দেশকে কখনো চায়নি, তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। দেশে যে ধরনের ঘটনা ঘটছে এসব তাদেরই পরিকল্পনা।
‘দেশে আমরা হাজার বছর ধরে অসাম্প্রদায়িকতার ঐতিহ্য নিয়ে বাস করি। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান যারা আছি, সবাই এক পরিবারের মতো বসবাস করি। এভাবেই আমরা চলে আসছি শত শত বছর ধরে। সরকারও সব সময় চায়, দেশ শান্তিপূর্ণ থাকুক। মানুষ শান্তিতে থাকুক। তাই ঐক্যবদ্ধভাবে আমাদের এসব ঘটনা প্রতিহত করতে হবে।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি স্বাধীনতাবিরোধীদের পরিকল্পিত। তারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার পাঁয়তারা করছে। শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনার মাধ্যমে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। জবি সব সময়ই এসব সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে অবস্থান করবে।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সারা দেশে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদসহ দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
সম্প্রতি দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুর ও তাদের বাড়িঘরে হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।