বরিশাল নগরীতে সড়কের পাশে কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কার্টনটি উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পরিষ্কারের সময় বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মালেক স্কুলের গেটের সামনে ড্রেনের পাশে একটি কাগজের কার্টন দেখতে পান। এ সময় কার্টনটি খুলে ভেতরে মৃত নবজাতকের মরদেহ দেখে পাশেই দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ এটিএসআই কালামকে জানান তিনি।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা নবজাতকের মরদেহটি এখানে ফেলে গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।’