দেশের বিভিন্ন জেলায় চলমান সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে মানিকগঞ্জে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
মানিকগঞ্জ শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শোভাযাত্রাটি বের হয়। শহীদ রফিক সড়ক হয়ে মিছিলটি শেষ হয় শহরের কালীবাড়ি মোড়ে।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, ‘পূজামণ্ডপ থেকে শুরু করে দেশে চলমান সহিংসতার পেছনে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে। তাদের মদদেই এসব কাণ্ড ঘটেছে। দীর্ঘদিন পর আবার বিএনপি-জামায়াত মাথা চাড়া দিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি তুষার কান্তি সরকার তপু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সুলতানুল আজম খান আপেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোমিন উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা।