বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পীরগঞ্জে সহিংসতায় ২ মামলা, ৪২ আসামি আদালতে

  •    
  • ১৯ অক্টোবর, ২০২১ ১১:৫০

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র জানান, দুটি মামলাই মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে। তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সচিবালয়ে বলেছিলেন এই ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে।

এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়, যার বাদী পীরগঞ্জ থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন।

এই মামলার তদন্তের দায়িত্বে আছেন পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান। এতে আসামি করা হয়েছে ৪১ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতপরিচয় অনেককে।

উপপরিদর্শক ইসমাইল হোসেন আরেকটি মামলা করেছেন তথ্যপ্রযুক্তি আইনে। এর একমাত্র আসামি ওই হিন্দুপাড়ার এক কিশোর।

ফেসবুকে ধর্ম অবমাননাকর কমেন্ট দেয়ার অভিযোগে ওই কিশোরকে সোমবার রাতে জয়পুরহাট থেকে আটক করা হয়। পীরগঞ্জ থানায় নিয়ে তার নামে মামলা দেয়া হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাদ্দাম হোসেন।

নিউজবাংলাকে তথ্যগুলো নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র।

তিনি জানান, দুটি মামলাই মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত দুই মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সচিবালয়ে বলেছিলেন এই ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, থানায় ওই কিশোরসহ ৪২ জনই গ্রেপ্তার আছে। তাদের আদালতে তোলার জন্য নেয়া হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।

হিন্দুপাড়ায় এখনও আতঙ্ক

‘যেই আইত (রাত) হইল অমনি ভয় ধরিল, খালি ভয় নাগে। শরীল (শরীর) দলদল করি কাঁপে। মনে হয় ওমরা ফির আসিল (ওরা আবার আসলো)। ওই চিন্তায় ঘুম হয় নাই। ছৈল গুলে ঘুম পাড়ে নাই (বাচ্চারা ঘুমাতে পারে নাই)।’

কথাগুলো বলছিলেন, রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামের উত্তরপাড়ার রুহিনী চন্দ্র দাস।

রাতে ঘুম হয়নি এই পাড়ার কনক মালারও। তিনি বলেন, ‘ঘুমোতে মনে হয় বাড়িত আগুন ধরি দেইল। সোউগ নিয়ে গেইল। ভাঙ্গি ফেলাইল। খালি এইলা দেকি। ঘুম পাড়ি নাই। সারা আইত বসি আচিনোং। চোয়া গুলেক কই তোমরা ঘুমেন হামরা জাগি আচি, ওমরাও ঘুমেয় নাই।'

(ঘুমাতে গেলে মনে হয় বাড়িতে আগুন দিয়ে দিচ্ছে। সব নিয়ে যাচ্ছে, ভেঙে ফেলছে। খালি এসবই চোখে ভাসে। ঘুমাই নাই, সারা রাত বসে আছি। বাচ্চাদের বলেছি ঘুমাতে আমরা জেগে আছি। তবে ওরাও ঘুমায় নাই।)

ভয়-শঙ্কায় নির্ঘুম রাত কেটেছে এই পাড়ার সবারই। যাদের বাড়িঘরের কিছুই অবশিষ্ট নেই, তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া খাবার খেয়েছে।

উত্তরপাড়াজুড়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। দুপুরে পীরগঞ্জ আসনের সাংসদ ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সেখানে পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এ বিভাগের আরো খবর