নাটোরের সদরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলার পিটিআই এলাকায় মার্কাজ মসজিদের সামনে সোমবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ২১ বছর বয়সী তারেক খান এবং ২২ বছর বয়সী রাকিব হাসান। তারেক মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। আর রাকিব সততা ক্লথ স্টোরে কর্মরত ছিলেন। তাদের দুজনেরই বাড়ি শহরের কান্দিভিটুয়া এলাকায়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদাদ হোসেন জানান, রাতে তেবাড়িয়া ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে পিটিআই এলাকায় মার্কাজ মসজিদের সামনে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।
এ সময় ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত রাকিবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
তিনি আরও জানান, পিকআপটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।