নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির প্রতিনিধিদল।
কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন শেষে সোমবার বিকেলে তারা নোয়াখালী যান।
প্রতিনিধিদল চৌমুহনীর ব্যাংক রোডে রাধা জিউর মন্দির, রাম ঠাকুর আশ্রম, বিজয়া ও কলেজ রোডে ইসকন মন্দির পরিদর্শন করে।
পরিদর্শন শেষে তারা সন্ধ্যায় চৌমুহনী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় শিক্ষক সমিতির সভাপতি রহমত উল্লাহ বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে এই নারকীয় তাণ্ডব মেনে নেয়া যায় না। ঘটনার সঙ্গে যারা যেভাবে জড়িত হোক না কেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।’
সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হিন্দু নয়, মুসলিমও নয়। তারা মানবতাহীন।’
শামসুন্নাহার হলের প্রভোস্ট লাফিফা জামাল বলেন, ‘এটি অত্যন্ত পীড়াদায়ক ঘটনা। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’
সংঘাত সৃষ্টির জন্য কোরআন অবমাননার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘এ ঘটনায় মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছি আমরা। এটা বাঙালির আত্মপরিচয়ের ওপর আঘাত।’
প্রতিনিধিদলে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, সহকারী প্রক্টর নাজিব হোসেন খান, শামসুন্নাহার হলের প্রভোস্ট লাফিফা জামাল, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ, রোবায়েত ফেরদৌস ও শামীম রেজা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুর রহিম ও হুমায়ুন কবির, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, মার্কেটিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক কে এম সালাহউদ্দিন ও আকরাম হোসেন, আইন বিভাগের অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক আবদুল মুহিত, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুন নাহার, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইশতিয়াক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী ও অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান।
তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সুষ্ঠু বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রোবায়েত ফেরদৌস জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হবে। এরপর তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন।