বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

  •    
  • ১৮ অক্টোবর, ২০২১ ২৩:২০

বরিশাল জেলা পুরোহিত কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জুরান চক্রবর্তী বলেন, ‘তিথি অনুযায়ী এবং পঞ্জিকামতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে পূর্ণিমা, থাকবে পরদিন রাত ৮টা ৬ মিনিট পর্যন্ত। এ বছর তাই হিন্দুধর্মাবলম্বীরা মঙ্গল ও বুধবার রাতে লক্ষ্মীপূজা করতে পারবেন।’

বারো মাসে তেরো পার্বণের ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসবের পরপরই কোজাগরী লক্ষ্মীপূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পূজা।

বুধবার লক্ষ্মীপূজা ঘিরে বরিশাল নগরী‌তে বসেছে প্রতিমার হাট। নগরীর হাটখোলা হরিমন্দিরে ছোট-বড় কয়েক শ লক্ষ্মী প্রতিমা নিয়ে দূরদূরান্ত থেকে এসেছেন মৃৎশিল্পীরা।

প্রতিমাসহ পূজার অন্য উপকরণের দাম তুলনামূলক বাড়তি বলে জানান ক্রেতারা।

তবে বিক্রেতাদের দাবি, এবার পরিবহন খরচ বেশি হওয়ায় প্রতিমাসহ অন্য উপকরণের দাম একটু বেশি।

সোমবার প্রতিমার হাটে গিয়ে দেখা যায়, প্রতিমা ও পূজার বিভিন্ন উপকরণ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

প্রতিমার পাশাপাশি হাটে মিলছে শোলার তৈরি ফুলমুকুট, টুনিফুল ও লালপদ্ম। পাওয়া যাচ্ছে কলাবউও।

বিক্রেতারা জানান, হাটে আকারভেদে প্রতিমার দাম নেয়া হচ্ছে ১০০ থেকে ৩০০০ টাকা। এ বছর কলাবউয়ের দামও চড়া।

ঝালকাঠীর নলছিটি উপজেলার কুমারখালী গ্রামের গোবিন্দ পাল এবং সদর উপজলার হিমানন্দকাঠী গ্রামের সুমন পাল ৫০০ প্রতিমা নিয়ে শনিবার রাতে এসেছেন বরিশালের হাটখোলার এই হাটে।

গোবিন্দ পাল বলেন, ‘রোববার থেকে বিক্রি শুরু করছি। আবহাওয়া একটু খারাপ। তবে শেষ সময়ে বিক্রি বেশি হইতে পারে।’

হরিমন্দিরের পুরোহিত উত্তম গোস্বামী বলেন, ‘মঙ্গল ও বুধবার রাতে লক্ষ্মীপূজা হবে। বুধবার বিকেল পর্যন্ত প্রতিমা কেনাবেচা চলবে। বেশি বিক্রি হবে মঙ্গলবার দুপুরের পর থেকে।’

বরিশাল নগরীর নতুন বাজা‌রের বাসিন্দা বিপ্লব গুপ্ত প্রতিমা কিনেছেন ৫০০ টাকায়। তার মতে, এবার প্রতিমা এবং অন্য উপকরণের দাম বেশি।

অন্যদিকে ভাটিখানার শ্যামল দাস ৩০০ টাকায় প্রতিমা কিনতে পেরে খুশি। তিনি বলেন, ‘বেশ সস্তাতেই লক্ষ্মী প্রতিমা কিনতে পারলাম।’

বরিশাল জেলা পুরোহিত কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জুরান চক্রবর্তী বলেন, ‘তিথি অনুযায়ী এবং পঞ্জিকামতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে পূর্ণিমা, থাকবে পরদিন রাত ৮টা ৬ মিনিট পর্যন্ত। এ বছর তাই হিন্দুধর্মাবলম্বীরা মঙ্গল ও বুধবার রাতে লক্ষ্মীপূজা করতে পারবেন।’

এ বিভাগের আরো খবর