পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মোহাম্মদ শামীম নামে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার করা শামীম মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি গ্রেপ্তার এবিটি সদস্যদের জামিনের ব্যবস্থা ও অর্থ সংগ্রহের কাজে যুক্ত বলে দাবি করেছে এটিইউ।
সোমবার বিকেলে এটিইউ-এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) আসলাম খান এসব তথ্য জানান।
শামীমকে রোববার মানিকগঞ্জের শিমুলিয়া এলাকা থেকে গ্রেপ্তারের সময় জব্দ করা হয়েছে একটি মোবাইল সেট ও ৬ টি উগ্রবাদী বই।
এটিইউ জানায়, শামীম খিলাফত প্রতিষ্ঠার নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি ‘গাজওয়াতুল হিন্দ’ সমাগত বলে জানাচ্ছিলেন অনুসারীদের।ইসলামের সর্বশেষ নবি মুহাম্মদের একটি ভবিষ্যতবাণীতে উল্লেখ আছে গাজওয়াতুল হিন্দের কথা। যখন ভারত উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ হবে, আর তাতে মুসলমানদের বিজয় ঘটবে।
শামীম সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গাজওয়াতুল হিন্দ’ নিয়ে লেখালেখির পাশাপাশি অনলাইনে উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলেন। এবিটি সদস্যদের আইনী প্রক্রিয়ায় মুক্তির জন্য অর্থ সংগ্রহ ও সাংগঠনিক কাজের বিষয়ে তথ্য আছে এটিইউ-এর কাছে।
শামীমের বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।