বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দেশের পরিবেশ নষ্টের জবাব প্রশাসনকে দিতে হবে’

  •    
  • ১৮ অক্টোবর, ২০২১ ১৮:১৭

বিক্রমী রাম দাস বলেন, ‘দেশের পরিবেশ কেন নষ্ট হয়েছে তার জবাব প্রশাসনকে দিতে হবে। সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যদি কেউ কোনো ধর্মকে অবমাননা করে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন।’

দেশের পরিবেশ কেন নষ্ট হয়েছে প্রশাসনের কাছে সেই জবাব দাবি করেছেন দিনাজপুরের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ইসকনের অধ্যক্ষ বিক্রমী রাম দাস।

দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে সোমবার সকাল সোয়া ১০টার দিকে মানববন্ধনে তিনি এ দাবি জানান।

নোয়াখালীর ইসকন মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ।

এ সময় বিক্রমী রাম দাস বলেন, ‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে। এ দেশের মানুষ কখনোই একে অপরের ধর্মকে অবমাননা করতে পারে না। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে, পূজামণ্ডপে ও বাড়িতে ভাঙচুরের যে ঘটনা ঘটেছে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে। সরকারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

‘দেশের পরিবেশ কেন নষ্ট হয়েছে তার জবাব প্রশাসনকে দিতে হবে। সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যদি কেউ কোনো ধর্মকে অবমাননা করে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন।’

মানববন্ধন শেষে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে প্রেস ক্লাবের সামনের সড়কে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা শাখা সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করে। এতে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এ বিভাগের আরো খবর