বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এতে ঘাটে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।
সোমবার ভোরে ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি। ফেরি পার হতে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ঘাট এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ এবং ঘাটে ড্রেজিং কাজ চলায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তপক্ষ। তবে অগ্রাধিকার দিয়ে বাস ও কাঁচামালবাহী ট্রাকগুলোে আগে পারাপার করা হচ্ছে।দীর্ঘ জট থাকায় ঘাট পার হতে কয়েকগুণ বেশি সময় লাগছে। এতে ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা চালক ও যাত্রীরা।
খুলনা থেকে ঢাকাগামী যাত্রী রাশেদ কবির বলেন, ‘সকাল থেকে ঘাটে আটকে আছি। প্রায় দুই ঘণ্টা হয়ে গেল এখনও ঘাটের দেখা পাইনি। তার ওপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলে এই ভোগান্তি আর ভালো লাগছে না।’
কমফোর্ট পরিবহণের যাত্রী শরীফ বলেন, ‘সকালে এসে পারের জন্য দুই ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। এতো সময় জ্যামে আটকে থেকে আর ভালো লাগছে না। আমাদের ভোগান্তি শেষ হবে কবে তাও জানিনা।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন জানান, ছোট বড় মিলে এই রুটে ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ড্রেজিং কাজ এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে ঘাট কর্তৃৃপক্ষ।