আসন্ন জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৬) নিজেদের লক্ষ্য অর্জনের পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ। পরিকল্পনা ও প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চায় বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার এ তথ্য জানান।
স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর শুরু হতে যাচ্ছে ১৩ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন সম্মেলন। এতে নিজেদের লক্ষ্য অর্জনের প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চেয়েছে বাংলাদেশ। রোববার এ নিয়ে বাংলাদেশে ইইউর দূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৈঠক প্রসঙ্গে মোমেন বলেন, ‘কপ-২৬-এ আমাদের লক্ষ্যগুলো যেন অর্জন করতে পারি, সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছি। বৈঠকের মূল কারণ, আমরা চাই তাদের সহযোগিতা ও পার্টনারশিপ।
‘আমাদের যে ইস্যুগুলো কপ-২৬ এ তুলে ধরা হবে, তারা যেন আমাদের পক্ষে কথা বলে, সেটাই চাওয়া। সম্মেলনে যদি আমরা ইফেক্টিভ পদক্ষেপ নিতে পারি, তাহলে আমাদের সব সমস্যা দূর হবে।’
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘কপ-২৬ শুরু হচ্ছে চলতি মাসের ৩১ তারিখে। আমরা সেখানে যোগ দিচ্ছি। তারই প্রস্তুতি ও উদ্দেশ্য, বিশেষ করে আমরা কী কী বিষয়ে আলোচনা করবো, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’