ভোলার চরফ্যাশনে হঠাৎ ঝড়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন দুজন।
উপজেলার দক্ষিণ আইচা থানার চরকুকরিমুকরি ইউনিয়নের চরপাতিলা এলাকায় রোববার দুপুরে মেঘনা নদীতে শসা ও মালবাহী ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
এতে মৃত্যু হয়েছে তিন বছর বয়সী জোনায়েদ নামের এক শিশুর। নিখোঁজ রয়েছেন স্বপন নামে এক যুবক ও তার মা বিলকিস বেগম।
চরমানিকা আউটপোস্ট কোস্ট গার্ডের কমান্ডার এম ওয়ালিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বেলা দেড়টার দিকে উপজেলার চরপাতিলা থেকে শসাবোঝাই একটি ট্রলারে করে নয়জন চরকচ্ছপিয়া ঘাটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘূর্ণিঝড়ে ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্ট গার্ড সেখানে উদ্ধার অভিযান চালায়। এ সময় মৃত জোনায়েদসহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ডের এলএস আবদুল্লাহ আল মামুন জানান, তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাৎক্ষণিক বাকিদের উদ্ধার করে আউটপোস্টে নেয়া হয়।
কোস্ট গার্ডের লেফটেন্যান্ট সার্জেন্ট মেডিক্যাল অফিসার শাহনেওয়াজ জানান, হাসপাতালে আনার আগেই জোনায়েদের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, কোস্ট গার্ডদের সমন্বয়ে এখনো উদ্ধার অভিযান অব্যাহত। কোনো কারণে ব্যর্থ হলে ডুবুরি আনা হবে।