সিলেট নগরের আখালিয়ার হালদার পাড়ায় একটি পূজামণ্ডপে হামলা মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার রাত থেকে রোববার সকাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
থানার উপপরিদর্শক (এসআই) কাজী জামাল আহমদ শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ৪২ জনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন।
মামলায় হালদার পাড়ার ভাটি বাংলা পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক ও পুলিশের ওপর হামলার অভিযোগও আনা হয়েছে।
ওসি নাজমুল বলেন, ‘মণ্ডপের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। এরপর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী জালালীয়া, নতুনবাজার, আখালিয়া বড়বাড়ী ও মোহাম্মদীয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি জানান, কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মিছিল এনে দুর্গা পূজামণ্ডপে ইটপাটকেল ছোড়া হয়। এতে পূজা আয়োজক কমিটির দুজন আহত হন।
পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধা পেয়ে তারা আশপাশের হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।