বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিন্দুরা কখনও এভাবে কোরআন অবমাননা করবে না: জাপা

  •    
  • ১৭ অক্টোবর, ২০২১ ১৮:১০

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘সরকারি সহায়তা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারার মাঝে কেমন করে পূজামণ্ডপে কোরআন রাখা হলো তা তদন্ত করতে হবে। কেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যর্থ হলো, এটা বের করতে হবে।’

কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনায় দেশজুড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা চক্রান্তের অংশ হিসেবে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায় কখনোই তাদের উৎসবমুখর পূজা বানচাল করতে কোরআনকে অবমাননা করবে না।’

সামান্যতম ঈমান থাকলে কোনো মুসলিম কোরআনকে অবমাননা করতে ষড়যন্ত্র করতে পারে না-এমন কথাও বলেন তিনি।

জাপা নেতা বলেন, ‘কোরআন অবমাননার খবর সারা দেশে ছড়িয়ে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে দিতে অপচেষ্টা করেছে একটি চক্র। পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে।’

রোববার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নুকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জি এম কাদের।

তিনি বলেন, ‘সরকারি সহায়তা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারার মাঝে কেমন করে পূজামণ্ডপে কোরআন রাখা হলো তা তদন্ত করতে হবে। কেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যর্থ হলো, এটা বের করতে হবে।’

রাষ্ট্রধর্মের সমালোচনা করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যে বক্তব্য রেখেছেন, তারও সমালোচনা করেন জি এম কাদের। বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম মানি না বলে যে উসকানিমূলক বক্তব্য ভাইরাল করেছেন, তার সঙ্গে এই ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখতে হবে সরকারকে। ’

দেশে কোনোভাবেই সম্প্রীতি বিনষ্ট করতে দেবেন না মন্তব্য করে জাপা নেতা বলেন, ‘এ দেশে একই চত্বরে মসজিদ ও মন্দিরে উপাসনা চলছে শত শত বছর ধরে। আমাদের পূর্ব পুরুষরাও একই সঙ্গে ধর্মীয় আচার-আচরণ পালন করেছেন। কখনও কোনো সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে যেকোনো ষড়যন্ত্রই ক্ষমার অযোগ্য অপরাধ।’

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যার ধর্মীয় বিশ্বাস আছে এবং যিনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তিনি কখনোই অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা করতে পারেন না।

‘দেশে এত গোয়েন্দা সংস্থা কাজ করছে, তার মাঝেও কুমিল্লার মন্দিরে কে বা কারা কোরআন শরিফ রেখেছে তা বের করতে হবে।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে আয়োজনে দলের সভাপতি প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর