মেহেরপুর সদরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
উপজেলার মেহেরপুর-আমঝুপি সড়কের ইমপেক্ট ফাউন্ডেশনের সামনে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী নিহত দেলোয়ার গাইনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুচাইনগর গ্রামে।
আহত হয়েছেন দেলোয়ার গাইনের স্ত্রী সাহেরা খাতুন, মেয়ে রুনা আক্তার ও অটোরিকশার চালক সরোয়ার হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান নিউজবাংলাকে জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুচাইনগর গ্রাম থেকে চার যাত্রী নিয়ে একটি অটোরিকশা মেহেরপুরের দিকে যাচ্ছিল। মেহেরপুরের ইমপেক্ট ফাউন্ডেশনের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে যানটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেলোয়ার গাইনকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা নিউজবাংলাকে জানান, আহত তিনজন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।