বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৭৮ দিন পর মুখর রাবির হল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ অক্টোবর, ২০২১ ১৭:১০

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। হলের প্রবেশ গেটে শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। হল ক্যান্টিন ও শৌচাগার সংস্কার করা হয়েছে। ক্যান্টিনগুলোর পরিচালক ও কর্মচারীদের টিকা নেয়ার নির্দেশ দেয়া দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনায় দীর্ঘ দিন বন্ধ থাকার ধীরে ধীরে খুলতে শুরু করছে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এর (রাবি) ব্যতিক্রম ঘটেনি। খুলেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। রোববার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে ওঠা শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এরপর শহীদ জিয়াউর রহমান হলসহ কয়েকটি হল পরিদর্শন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। হলের প্রবেশ গেটে শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। হল ক্যান্টিন ও শৌচাগার সংস্কার করা হয়েছে। ক্যান্টিনগুলোর পরিচালক ও কর্মচারীদের টিকা নেয়ার নির্দেশ দেয়া দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হলের প্রবেশ গেটে শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। ছবি: নিউজবাংলা

কথা হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শামীম রেজার সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর হলে ফেরায় আজকের অনুভূতিটা অন্যরকম। হলের সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। বেশ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমাদের হল কর্তৃপক্ষ বরণ করে নিয়েছে। দীর্ঘদিন পরে চিরচেনা হলে ফিরতে পেরে বেশ ভালো লাগছে।’

শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী আবদুর রাকিব বলেন, ‘১৯ মাস পর হলে এসেছি। দিনটা স্মৃতির পাতায় লেখা থাকবে। বড় ভাই, বন্ধুদের সঙ্গে সেই চিরচেনা হাসি-খুশি মুখে কুশলাদি বিনিময়ের অনুভূতিটা সত্যি অসাধারণ।’

উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘নিজ নিজ হলের প্রাধ্যক্ষ ও কর্মকর্তারা শিক্ষার্থীদের পর্যবেক্ষণের বিষয়টি দেখছেন। আমরা কয়েকটি হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা গুলো দেখছি। আনন্দঘন পরিবেশেই তাদের বরণ করে নিচ্ছি।’

শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ফিরেছেন এভাবেই।

শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ সুজন সেন বলেন, ‘মাস্ক, চকলেট ও একটি গোলাপ দিয়ে আমরা হলের আবাসিক শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বৈধ কাগজপত্রসহ করোনার এক ডোজ টিকা গ্রহণের সনদপত্র দেখে তাদের হলে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।’

তিনি আর বলেন, ‘শহীদ জিয়াউর রহমান হলে ৫৯৮টি সিট। প্রথম দিনেই ২০০ মতো শিক্ষার্থী এসেছে।’

এদিকে বিশ্বিবদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে মোট ২৭ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে ১৪ হাজার ৫৫০ জন করোনা টিকা নিয়েছে। আরও সাড়ে ৩ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।

এ বিভাগের আরো খবর