দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে কোনো পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে এ ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।
‘যে ঘটনাগুলো যারা করছেন এগুলো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারো ইন্ধনেই করছেন।’
কারা এ ঘটনার পেছনে আছে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দেননি।
মন্ত্রী বলেন, ‘অনুমান করে নেন কারা করতে পারে। আমাদের কাছে তথ্যপ্রমাণ এলে আমরা প্রকাশ করব।’
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে হলেও জানান তিনি।
দুর্গাপূজা চলাকালীন ও বিসর্জন শেষে কুমিল্লাসহ দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা হয়।
গত বুধবার কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর উত্তরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। তবে আলোচিত মণ্ডপের পূজার আয়োজকরা বলছেন, সেখানে পবিত্র কোরআন শরিফ কী করে এলো সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
বুধবার সকালে বিষয়টি পূজারিদের নজরে আসে। এর আগে গভীর রাত পর্যন্ত পূজা উদযাপন শেষে মণ্ডপটি জনশূন্য ছিল।
এ ঘটনায় শহরজুড়ে বিভিন্ন মণ্ডপে ভাঙচুরের ঘটনায় আটক হয়েছেন ৪২ জন।
কুমিল্লার ঘটনার জের ধরে নোয়াখালীর চৌমুহনীতে বিভিন্ন মণ্ডপে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় যতন সাহা নামে একজনের হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলায় জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিনসহ ১০ পুলিশ ছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। ফাঁকা গুলি, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ ইমরান জানান, শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে দফায় দফায় হামলা-ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। চৌমুহনী কলেজ রোডের বিজয়া পূজা মণ্ডপে অগ্নিসংযোগের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
এর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির, ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে।