গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচর বাজারে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান।
টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে মুকসুদপুরে বানিয়ারচর বাজারে শনিবার বিকেলে আগুন লাগে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বানিয়ারচর বাজারে একটি দোকানঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় শংকরের মোবাইলের দোকান, নিখিল ডাক্তারের ওষুধের দোকান, বিধানের সিমেন্টের দোকান, কালামের পাট ও শুঁটকির আড়ত, অন্তার চা দোকান, রাম ও লিটনের ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, ইউএনও যোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র আতিকুর রহমান মিয়া, ওসি আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, রাজৈরের একটি, মুকসুদপুরের দুটি ও গোপালগঞ্জের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।