দেশের স্বার্থে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার বেলা আড়াইটার দিকে রংপুরের নব্দীগঞ্জ অপু মুনশি হিমাগার ফাউন্ডেশন মিলনায়তনে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখন রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আজও স্বাধীনতাবিরোধী হায়নারা আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দল ও দেশের জন্যই আমরা কাজ করি। দেশের স্বার্থে সব ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।’মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।’ পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, দপ্তর সম্পাদক আমিন আনছারী, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার থেকে তার নির্বাচনী এলাকা পীরগাছা ও কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।