বরগুনার পাথরঘাটায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
পাথরঘাটার বিচারিক হাকিম আদালত শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে শনিবার দুপুরে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকার আব্দুস সবুর নামে একজন মামলাটি করেন।
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্টে কমেন্ট করে নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকার ওই কিশোর। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। পরে স্ক্রিনশট ভাইরাল হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ওই পোস্ট সরিয়ে নেয়া হয়। শনিবার ভোররাতে আটক করা হয় ওই কিশোরকে। জব্দ করা হয় তার মোবাইল ফোন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কিশোরকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।’
তিনি জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।