দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর রোববার খুলে দেয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হল।
২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।
এদিন সকাল ১০টা থেকে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের বৈধ কাগজপত্রসহ দেখাতে হবে করোনার এক ডোজ টিকা নেয়ার সনদ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আগামীকাল (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়া হবে। হলে ওঠার বিষয়টি পর্যবেক্ষণ করবেন নিজ নিজ হলের প্রভোস্ট ও কর্মকর্তারা।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। অন্যথায় তাদের হলে প্রবেশের অনুমতি দেয়া হবে না। যেসব শিক্ষার্থী এক ডোজ টিকা নিয়েছেন তাদের টিকা গ্রহণ সনদের দুটি ফটোকপি আনতে হবে। এক কপি হলে ও অন্য কপি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে জমা দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট সুজন সেন বলেন, ‘হল প্রস্তুত আছে। মাস্ক বিতরণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বরণ করব।’
হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আরিফুর রহমান বলেন, ‘যতটুকু সম্ভব আমরা সব হল সংস্কার করেছি। তবে শিক্ষার্থীদের রুমগুলোতে কাজ করা হয়নি। আগামীকাল (রোববার) শিক্ষার্থীরা রুমে প্রবেশ করার পর যে যে রুমে সংস্কার করা দরকার হবে আমরা তা করব।’