বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ম নিয়ে ‘কটূক্তি’, পুলিশি হেফাজতে কিশোর

  •    
  • ১৬ অক্টোবর, ২০২১ ১৫:৩০

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কিশোরকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

বরগুনার পাথরঘাটায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে শনিবার ভোর রাতে তাকে আটক করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে এক কিশোরের ফেসবুক পোস্টে কমেন্ট করেন ওই কিশোর। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। পরে স্ক্রিনশট ভাইরাল হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই পোস্ট সরিয়ে নেয়া হয়। আটক করা হয় ওই কিশোরকে।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার নিউজবাংলাকে বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কিশোরকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর