নরসিংদীর পলাশে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হৃদয় সরকারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হৃদয় তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেই পোস্টের মাধ্যমে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে দাবি করে কিছু মানুষ বিক্ষোভ মিছিল বের করে।
এ পরিস্থিতিতে হৃদয় তার ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি মুছে ফেলেন। এ ঘটনার জন্য ভুল স্বীকার করে পরে নতুন আরেকটি পোস্ট দেন তিনি।
পরে স্থানীয় লোকজন হৃদয়কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ওসি ইলিয়াস বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক পোস্ট দেয়ার কথা স্বীকার করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।’