বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালীমন্দিরের টিন কেটে প্রতিমা ভাঙচুর

  •    
  • ১৬ অক্টোবর, ২০২১ ১১:০৯

কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ বাণু জানান, শুক্রবার রাতেও মন্দিরের প্রতিমা ঠিক ছিল, তবে শনিবার সকালে ভক্তরা মন্দিরে এসে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের পেছনের টিন কেটে ভেতরে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কালীমন্দিরের পেছনের টিন কেটে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

উপজেলার রশনিয়া ইউনিয়নের ধানিয়াপাড়া মহাশ্মশান কালীমন্দিরে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ বাণু জানান, কালীমন্দিরটি স্থায়ী। শুক্রবার রাতেও মন্দিরের প্রতিমা ঠিক ছিল, তবে শনিবার সকালে ভক্তরা মন্দিরে এসে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান।

তিনি জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের পেছনের টিন কেটে ভেতরে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। এ সময় মন্দিরে কোনো নৈশপ্রহরী ছিল না।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল বলেন, ‘ঘটনাটি খুবই নিন্দনীয়। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।’

এ বিভাগের আরো খবর