শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকালে শিবালয় উপজেলার উলাইল বাজারের সার ডিলার রতন সাহার দোকান থেকে ১০০ বস্তা সরকারি ডিএপি সার পাচার করে পিকআপ ভ্যানে করে ঘিওর উপজেলার এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার সময় পিকআপসহ আটক করা হয়।
মানিকগঞ্জের শিবালয়ে সরকারি সার পাচারের অভিযোগে স্বপন কুমার সাহা নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুর ২টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেসমিন সুলতানা তাকে এ দণ্ড দেন। এ সময় তার কাছ থেকে ১০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকালে শিবালয় উপজেলার উলাইল বাজারের সার ডিলার রতন সাহার দোকান থেকে ১০০ বস্তা সরকারি ডিএপি সার পাচার করে পিকআপ ভ্যানে করে ঘিওর উপজেলার এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার সময় পিকআপসহ আটক করা হয়।
ইউএনও আরও বলেন, ‘ডিলার রতন সাহা পিকআপচালক স্বপনের অর্থদণ্ড পরিশোধ করে তাকে নিয়ে যান।’