নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলার দৌলতখানে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দৌলতখান উপজেলা মৎস্য অফিস জানায়, শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার সরাজগঞ্জ মাছঘাট এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় দৌলতখান উপজেলা মৎস্য বিভাগ ১০ জনকে আটক করে। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০ হাজার মিটার জাল, ৪০ কেজি ইলিশ ও দুটি মাছ ধরার নৌকা।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ১০ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
কারাদণ্ড পাওয়া ৯ জেলে হলেন মো. ফরিদ, মো. কাসেম, মো. জামাল, মো. জুয়েল, আলাউদ্দিন, রবি আলম, মো. রুবেল, জাহাঙ্গীর আলম ও মো. নাগর।
জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশগুলো বিতরণ করা হয়েছে স্থানীয় এতিম ও দুস্থদের মধ্যে।
মৎস বিভাগ জানিয়েছে, জব্দ করা মাছ ধরার নৌকা দুটি তাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে এগুলো নিলামে তোলা হবে।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা শুরু পর থেকে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত উপজেলায় ২৭ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়া পর্যন্ত অভিযান চলবে।