কুমিল্লার ঘটনার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার অভিযোগ এনে শুক্রবার দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় ৫০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকায় ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল হয়। মিছিলে সাম্প্রদায়িক উসকানিমূলক স্লোগান দেয়ার কারণে পুলিশ মিছিল বন্ধ করার নির্দেশ দেয়। তবে তা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায় তাদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন তিন পুলিশ সদস্য।
কালকিনি থানার ওসি ইসতিয়াক জানান, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের এক পরিদর্শকসহ তিন সদস্য আহত হন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।